Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২২:৪৮

এসআই আলীম উদ্দিন

সিলেট: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলীম উদ্দিনকে কিস্তিতে ঘুষ নেওয়ার অভিযোগে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ফয়সল আহমদ নামের এক ভুক্তভোগী বিশ্বনাথ থানার এসআই (নিরস্ত্র) আলীম উদ্দিনের বিরুদ্ধে ‘মামলায় সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ এনে’ সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগপত্র দায়ের করেন। আর সেই লিখিত অভিযোগপত্রের প্রেক্ষিতেই ওই দিন তাকে (এস আই আলীম) ক্লোজড করা হয়েছে।

বিজ্ঞাপন

এসআই আলীম উদ্দিনের ঘুষ গ্রহণ ও আসামি পক্ষের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ২৮ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলা (এফ আই আর নম্বর-২০)’র আসামিদেরকে সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে এসআই আলীম উদ্দিন আসামি পক্ষের কাছ থেকে চার কিস্তিতে লাখ টাকা ঘুষ বাণিজ্য করেন। আর ওই টাকা দেন উপজেলার দেওকলস ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়সল আহমদ (৩২)। লাখ টাকা ঘুষ গ্রহণ করেও আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান এসআই আলীম। পরবর্তিতে কাজ না হওয়ায় ভোক্তভুগী ফয়সল আহমদ ঘুষের টাকা ফেরত চাইলে এসআই আলীম উদ্দিন তাকে (ফয়সল) বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেবেন বলে ভয়ভীতি দেখান।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এইচআই

এসআই ক্লোজড ঘুষ নেওয়ার অভিযোগ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর