Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২৩:২৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২৩:৩৮

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম

নোয়াখালী: ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না বলে মন্তব্য করেছেন- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বাংলাদেশর জনগণ গত ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি। আজ বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের যতক্ষণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ বিএনপি রাজপথে আছে, রাজপথে থাকবে ।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে এলাহী কাফির সভাপতিত্বে ও বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো. আলা উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী, উপজেলা বিএনপি সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, সহ-সাধারণ সম্পাদক লুৎফল্লাহিল মজিদ নিশানসহ প্রমুখ।

সারাবাংলা/এইচআই

জাতীয় সংসদ নির্বাচন বিএনপি মাহবুবের রহমান শামীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর