হামজা এখন ঢাকায়, অনুশীলনে নামবেন কখন?
১৯ মার্চ ২০২৫ ০৯:১৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১০:৪৯
অনেক অপেক্ষার পর বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন তিনি। নিজ জেলা হবিগঞ্জে প্রায় দেড় দিন সময় কাটিয়ে হামজা চৌধুরী এখন ঢাকায়। ১৯ মার্চ বুধবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবার অনুশীলনে নামবেন বাংলাদেশ ফুটবলের এই নতুন সেনসেশন।
গত ১৭ মার্চ সকালে ইংল্যান্ড থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন হামজা। সেখান থেকে নিজের গ্রামের বাড়ি হবিগঞ্জে যাওয়া পর্যন্ত হামজাকে নিয়ে পথে ঘাটে দেখা গেছে অবিশ্বাস্য পাগলামি। গ্রামের বাড়িতেও হামজাকে বরণ করে নিতে নেওয়া হয়েছিল নানা আয়োজন। সেখানে প্রায় ২৬ ঘণ্টা সময় কাটান হামজা।
১৮ মার্চ বিকাল ৫টায় হবিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে রওনা হন হামজা। সেখান থেকে রাত ৮টায় ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেন তিনি। রাত ৮.৪৫ মিনিটে ঢাকায় পা রাখেন হামজা। এরপর রাত ১১টায় যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে।
টিম হোটেলে হামজাকে স্বাগত জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এই সময় উপস্থিত ছিলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরাসহ বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তা।
আজ বিকালে বাংলাদেশ দলের হয়ে প্রথমবার অনুশীলনে নামবেন হামজা। দলের হয়ে ৮ নম্বর জার্সি পরে মাঠে নামবেন তিনি। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে হামজার।
সারাবাংলা/এফএম