Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ১০:৫৩

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় আইপিএল

আর মাত্র তিনদিন পরেই শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে নতুন আসরের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক, অনুষ্ঠান মাতাবেন বলিউডের নামীদামী তারকারা।

আইপিএলের প্রতি আসরের উদ্বোধনী অনুষ্ঠানেই অংশ নেন বড় তারকারা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এবারও পারফর্ম করতে দেখা যাবে বলিউডের বড় তারকাদের। এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউডের দুই তারকা শাখরুখ খান ও সালমান খান। তাদের সঙ্গে থাকছেন ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্তরা।

বিজ্ঞাপন

নায়ক-নায়িকাদের পাশাপাশি এই অনুষ্ঠানে থাকছেন বলিউডের নামীদামী সংগীত শিল্পীরাও। শ্রেয়া ঘোষাল ও অরিজিত সিং নিজেদের জাদুকরি কণ্ঠে মাতিয়ে তুলবেন উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবেও থাকছেন অনেক তারকা। তাদের মধ্যে শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, তৃপ্তি দিমিত্রি, অনন্যা পান্ডে, মাধুরি দীক্ষিত, জানভি কাপুর, কারিনা কাপুর, সাইফ আলী খান, আয়ুসমান খুরানাসহ আরও অনেকের নাম।

আইপিএলের ১৮তম আসরে এবার অংশ নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ২২ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৫ মে পর্যন্ত। এবারের আসরে ১৩টি ভেন্যুতে হবে ৭৪টি ম্যাচ।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান শাহরুখ খান শ্রেয়া ঘোষাল সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর