Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজা রেখেই স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫ ১২:২৮

লামিন ইয়ামাল

বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার মাসেও ফুটবলাররা দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ। রমজান মাসের প্রথম ভাগে পৃথিবীর বিভিন্ন লিগে রোজা রেখেই খেলতে নেমেছেন মুসলিম ফুটবলাররা। তাদের মধ্যে আছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামালও। এবার জানা গেল, স্পেনের হয়ে ইউয়েফা নেশনস লিগের ম্যাচেও রোজা থেকেই খেলতে নামবেন ইয়ামাল।

কিছুদিন আগেই বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোজা রেখে মাঠে নেমেছিলেন তিনি। অ্যাসিস্ট ও গোলে দুর্দান্ত ইয়ামাল ইফতার করেছেন ম্যাচ চলার সময়েই। এতে ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন সমর্থকরা।

বিজ্ঞাপন

ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। ২০ মার্চ প্রথম লেগ ও ২৩ মার্চ দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে স্পেন। অনুশীলন ও ম্যাচ, দুই জায়গাতেই রোজা রাখার ঘোষণা দিয়েছেন ইয়ামাল।

এক সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনো কষ্টই হয় না, ‘মনেই হবে না যে আপনি ক্ষুধার্ত। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শরীরে পানিশূন্যতা না রাখা। বার্সায় আমি এই ব্যাপারে সতর্ক ছিলাম। আমি ফজরের সময়ে ইলেক্ট্রোলাইট পান করি। এটা সারাদিন আপনার শরীরকে পানিতে পূর্ণ রাখবে। ইফতারের সময় আমি চিনি না খাওয়ার চেষ্টা করি। পরিবর্তে প্রচুর পানি খাই। সবকিছু তাই নিয়ন্ত্রণে থাকে।’

সারাবাংলা/এফএম

লামিন ইয়ামাল স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর