Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৩:১৭ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৩:৪৬

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯মার্চ) সকালে আসামি ইমাম হোসেনকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ইমাম হোসেন  চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোডে একটি বাসায় ভাড়া থাকেন। সেখান থেকে গ্রামে গ্রামে গিয়ে শিলপাটা খুঁটানোর কাজ করেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ইমাম হোসেন ঘটনাস্থলে গেলে ভিকটিমের মা তাকে একটি পাটা খুঁটানোর জন্য ডাকেন। পাটা খুঁটানো শেষ হলে শিশুটির মা শিশুকে রেখে ঘরে টাকা আনতে যান। ওই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করেন। পরে ভিকটিমের মা শিশুর চিৎকার শুনে দ্রুত এসে ঘটনাটি দেখতে পান। শিশুটির মা বিষয়টি বাড়ির লোকজনকে জানান। বাড়ির লোকজন ইমাম হোসেনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি