Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলক্ষেতের ঘটনায় যুবক আটক, মব সৃষ্টির অভিযোগে মামলা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৫:৩০

খিলখেতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে মারধরের ঘটনায় গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক বলেছেন, ‘খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে আটক যুবককে ছিনিয়ে নিয়ে মারধরে জড়িতদের বিরুদ্ধেও মামলা হবে। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বুধবার (১৯ মার্চ) ডিসি মোহাম্মদ রিয়াজুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। গত রাতে যুবককে মারধরে জড়িতদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আগেই নির্দেশনা দিয়েছে।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযুক্ত জান মিয়ার অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। জান মিয়াকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর ও ওসিসহ পুলিশ সদস্যরা আহত হন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

খিলক্ষেতে শিশু ধর্ষণ মব সৃষ্টির অভিযোগে মামলা যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর