Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টহলরত পুলিশকে তুলে নিয়ে গেল ডাকাত দল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৪:৪১

পালানোর সময় যাত্রীবাহী একটি কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় ট্রাকটি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে মামুন নামে টহলরত পুলিশের এক সদস্যকে ট্রাকে করে তুলে নিয়ে গেছে ডাকাত দল। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যরা ডাকাতদের ট্রাকের পিছু নিয়ে তাদের ধাওয়া দিয়ে ট্রাকটি জব্দসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

এদিকে খবর পেয়ে রাস্তায় আগে থেকেই চেকআপে বসে ছিল শান্তিগঞ্জ থানা পুলিশ। পুলিশকে নিয়ে আসা ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি যাত্রীবাহী কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। যদিও সৌভাগ্যক্রমে ওই কারের যাত্রীরা তেমন আহত হননি, তবে ট্রাক থেকে পালাতে গিয়ে আহত হন ট্রাক চালক ও তার সহকারি। পরে নিশ্চিত হওয়া যায়, আহত ও আটকরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। ট্রাকটি তারা ডাকাতির কাজে ব্যবহার করে। তাদের সঙ্গে রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী। তিনি জানান, ‘দিরাই থানার মামুন নামের এক কনস্টেবলকে নিয়ে ডাকাতেরা পালিয়ে যেতে চেষ্টা করেছিল। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে ট্রাকটি বিপরীতমুখী একটি কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে। পরে তারাও পালানোর চেষ্টা করেছেন। কিন্তু পালাতে গিয়ে তারা দুই জনেই কিছুটা আহত হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন রয়েছেন। তাদেরকে আটক দেখানো হয়েছে।

ওসি বলেন, ‘দেশীয় অস্ত্র ও ব্যবহৃত ট্রাকটি আমরা জব্দ করেছি, তাদের নাম পরিচয় সকালে জানা যাবে। বিধি মোতাবেক আইনত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য মামুন সুস্থ আছেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

আটক ২ পুলিশ সদস্যকে তুলে নিল ডাকাত দল

বিজ্ঞাপন

'হামজা বাংলাদেশের মেসি'
১৯ মার্চ ২০২৫ ১৬:৩৩

আরো

সম্পর্কিত খবর