খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
১৯ মার্চ ২০২৫ ১৫:৪০
খুলনা: খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ফুলতলা উপজেলার সদর ইউনিয়নের সদস্য ফারুখ মোল্লাকে গুরুতর জখম করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় দৃর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। আহত ওই মেম্বারকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ফারুখ উপজেলার পয়গ্রামের হাসেন মোল্লার ছেলে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় রাস্তার একপাশে পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে আঘাত করেছে।’
তিনি আরও বলেন, ‘পরে ফারুখ মোল্লাকে একটি ভ্যানে করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করেন।
সারাবাংলা/এসডব্লিউ