Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, মামলা অপমৃত্যুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৮:৩৬

বরিশালে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

বরিশাল: নগরীতে ধর্ষণচেষ্টার অভিযোগ দিয়ে সুজন হাওলাদার (২৪) নামে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হত্যা মামলা না হওয়ায় জড়িত ব্যক্তিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। বরং এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে।

নিহত সুজনের বাবা মনির হাওলাদার বলেন, ‘ঘটনার দিনই আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু ওসি বলেছেন, দাফন শেষে আসার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে কারা পিটিয়ে মেরেছে, তা তো আপনারা দেখেছেন। আমি বিচার চাই।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে সুজনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে। সুজনের পরিবার গ্ৰামের বাড়িতে থাকায় মামলা করতে পারেননি। তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে, বরিশালে এসে মামলা করবেন।’

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘কাউকে পিটিয়ে হত্যার নিয়ম নেই, অপরাধ করলে আদালত বিচার করবে। সুজনকে পিটিয়ে মারার ঘটনায় পুলিশ হত্যা মামলা করে আইনি ব্যবস্থা নেবে, এখানে অপমৃত্যুর মামলা হওয়ার সুযোগই নেই। কেননা কারা হত্যা করল তা তো সবাই দেখেছে। পুলিশ দায়িত্ব এড়ানোর জন্য হত্যা মামলার পরিবর্তে অপমৃত্যুর মামলা দিয়েছে।’

উল্লেখ্য, গত ১৫ মার্চ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডে দিনদুপুরে পিটিয়ে হত্যা করা হয় সুজন হাওলাদারকে।

সারাবাংলা/পিটিএম

অপমৃত্যু মামলা বরিশাল যুবককে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর