খাগড়াছড়িতে টিসিবির পণ্যে অনিয়ম, আটক ২
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২১:৩৪
১৯ মার্চ ২০২৫ ২১:৩৪
খাগড়াছড়ি: জেলার সদরে টিসিবির পণ্য সামগ্রী সুবিধাভোগীদের না দিয়ে বাজারে বিক্রি করার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খাগড়াছড়ি সদরের টিসিবির ডিলার জহিরুল আলম এবং দোকানদার নাজমুল হাসান।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, সুবিধাভোগীসহ স্থানীয় সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের কুমিল্লা টিলায় অভিযান চালিয়ে নাজমুল হাসানের দোকান হতে ২৭ জন সুবিধাভোগীর টিসিবি পণ্য উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তির ওপর ভিত্তি করে একই এলাকার ডিলার জহিরুল আলমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এইচআই