মাদরাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৪
১৯ মার্চ ২০২৫ ২২:০৯ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ০০:০৬
বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) অভিযুক্ত চারজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত ১৪ মার্চ ধর্ষণের ঘটনা ঘটে।
আটকরা হলেন- উপজেলার মংচা পাড়া ও আলীকদম ইউনিয়নের বাসিন্দা জামাল উদ্দিন ছেলে মো. করিম (১৯), নূর হোসেন ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০) ও আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই মাদরাসাছাত্রীকে মাতামুহুরি নদীতে গোসল করে বাড়ি ফেরার সময় মুখ চেপে ধরে তামাকখেতে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও করে। মামলা না করতে ভয়ভীতি দেখায় ও হুমিকে দেয়। পরে ভুক্তভোগী পরিবার বুধবার (১৯ মার্চ) থানায় অভিযোগ করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/এসআর