Wednesday 19 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাউজানে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে আহত ১৫, যানবাহনে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ২৩:৫৬

রাউজানে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াজিশপুর ইউনিয়নের অদুদ চৌধুরী ঈদগাহ মাঠ, ইউসুফ দিঘি পাড় ও গহিরা চৌমুহনী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটেছে।

নোয়াজিশপুর ইউনিয়নের অদুদ চৌধুরী ঈদগাহ মাঠে গোলাম আকবর খোন্দকারের অনুসারীরা ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। ইফতার শুরুর আধাঘণ্টা আগে মোটরসাইকেলযোগে এসে সেখানে হামলার ঘটনা ঘটে। এরপর সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সেটা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত অন্তত ১৫ জনকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, ‘বিএনপির একপক্ষের ইফতার মাহফিল ছিল। সেটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। তিন-চারজন আহত হয়েছেন বলে শুনেছি। কয়েকটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত আছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আগুন টপ নিউজ বিএনপি যানবাহন রাউজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর