রাঙ্গামাটি শহরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ০০:১৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৫৩
২০ মার্চ ২০২৫ ০০:১৬ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:৫৩
রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা শহরের কাঠালতলী এলাকা থেকে পাপ্পু ঘোষ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে কাঠালতলী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, পাপ্পু ঘোষ কাঠালতলী এলাকায় জয়-মা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী। স্থানীয়রা জানায়, আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পাপ্পু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মানসিক অবসাদের কারণে আত্মহত্যা পথ বেচে নেয় বলে ধারণা স্থানীয়দের।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, শহরের কাঠালতলী এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে। আমরা খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্বার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেলের মর্গে হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ইআ