চ্যাম্পিয়নস ট্রফি জিতে বড় পুরস্কার পাচ্ছেন রোহিত-কোহলিরা
২০ মার্চ ২০২৫ ১৩:০৮
দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছেন তারা। দারুণ এক টুর্নামেন্ট শেষে বড় অংকের পুরস্কার পাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। ভারতীয় দলকে সব মিলিয়ে ৫৮ কোটি রুপির পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের সব ম্যাচ দুবাইতে খেলেছে ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনালে দাপটের সঙ্গে খেলে জয় পেয়েছেন তারা। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকেই শিরোপা উঁচিয়ে ধরেছেন রোহিত শর্মা।
২০১৩ সালের পর আবার চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকেও এলো বড় পুরস্কারের ঘোষণা। গত বছরের টি-২০ বিশ্বকাপ জয় ও এবারের চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর দলের কোচিং স্টাফসহ সব সদস্যদের পুরস্কার দেবে বোর্ড, সভাপতি রজার বিনি বলছেন এমনটাই, ‘পরপর দুটি আইসিসি ট্রফি জেতা বিশেষ কিছু। এটা টিম ইন্ডিয়ার নিষ্ঠা ও শ্রেষ্ঠত্বতে স্বীকৃতি দেয়। নগদ পুরস্কারটা সবার কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এই ট্রফি আমাদের শক্তিশালী ক্রিকেট সংস্কৃতিকে তুলে ধরে।’
দলকে বড় পুরস্কার দিতে পেরে উচ্ছ্বসিত বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া, ‘বিসিসিআই ক্রিকেটার ও কর্মীদের পুরস্কার দিতে পেরে সম্মানিত বোধ করছে। এটা দলের কঠোর পরিশ্রমের ফলাফল। আগামীতেও আশা করি আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। খেলোয়াড়দের নিষ্ঠা ও প্রতিশ্রুতি নতুন এক মানদণ্ড স্থাপন করেছে। আশা করছি সামনের দিনগুলোতে এটা আরও উঁচু হবে।’
সারাবাংলা/এফএম