‘সেই’ ভারতীয় নারীর স্বামী আটক
২৩ জুন ২০১৮ ২১:১৩ | আপডেট: ২৩ জুন ২০১৮ ২১:২১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: কমলাপুর স্টেশনের বাথরুমে বাচ্চা প্রসব করা ভারতীয় নারীর স্বামী আব্দুল হক (৩৫) কে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
শুক্রবার (২২ জুন) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার সারাবাংলা কে জানায়, শুক্রবার রাতে স্ত্রী রোকসানা কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আসলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে আব্দুল হক জানায়, ঘটনার দিন তারা যশোর থেকে ঢাকা কমলাপুর স্টেশনে আসে। সেখান থেকে নারায়নগঞ্জ যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করতে থাকে। স্টেশনেই স্ত্রীর জন্য পানি আনতে গিয়ে হারিয়ে ফেলে স্ত্রীকে।
এর আগে গত মঙ্গলবার (১৯ জুন) রাত ১২টার দিকে কমলাপুর স্টেশনের বাথরুমে ভারতীয় নাগরিক রোকসানা আক্তার (৩২) ছেলে বাচ্চা প্রসব করে। পরে বাচ্চাসহ মাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে রেলওয়ে থানা পুলিশ।
হাসপাতালে রোকসানা হিন্দি ভাষায় কথা বলছিলেন। রোখসানা সাংবাদিকদের জানান, তার বাড়ি ভারতের ব্যাঙ্গালোরে। গত দেড় বছর আগে আব্দুল হকের সাথে তার বিয়ে হয়।
সারাবাংলা/এসএসআর/টিএম