ফিলিস্তিন-ভারতের নাগপুরে হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
২০ মার্চ ২০২৫ ১৯:৩১
নোয়াখালী: গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া সভাপতিত্ব ও সেক্রেটারি এইচ এম কাউসার আহমাদ সঞ্চালনা করেন।
সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বোমা হামলায় রক্ত ঝড়ছে নিরীহ মানুষের।এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানাই।
এ সময় আরও বক্তব্য রাখেন, মাও. ফিরোজ আলম, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. দিদার হোসাইন, মাও. শহীদুল ইসলাম, মুহা. ইকবাল হোসাইন, মুহা. ওলী উল্যাহ, মুফতী আবদুল আজিজ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সারাবাংলা/এইচআই