হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাঙ্গামাটিতে সভা
২০ মার্চ ২০২৫ ২১:২১ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ২১:২৭
রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে বন বিভাগ রাজস্থলী রেঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দ্বীপান্বিতা ভট্টাচার্য্য। এতে উপস্থিত ছিলেন বন বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. তুহিনুল হক, হাতি সুরক্ষা কমিটির (ইআরটি) সদস্যগণ এবং স্থানীয় জনগণ।
সভায় রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বন্যপ্রাণীর আক্রমণে আহত ও নিহত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং বন ও বন্যপ্রাণী রক্ষায় করণীয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় বক্তারা বলেন, হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বনাঞ্চল সংরক্ষণ অত্যন্ত জরুরি। মানুষ ও হাতির দ্বন্দ্ব কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যথাযথ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বন ও হাতির জন্য পৃথক করিডোর তৈরির ওপর গুরুত্বারোপ করেন, যাতে বন্যপ্রাণীরা নির্বিঘ্নে নিজস্ব আবাসস্থলে বিচরণ করতে পারে। বন ও বন্যপ্রাণী আমাদের দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকলের উচিত বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসা এবং আইন মেনে চলা।
সারাবাংলা/এসআর
জনসচেতনতা সভা বন বিভাগ রাঙ্গামাটি সারাবাংলা হাতি-মানুষ দ্বন্দ্ব