Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযান

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ২৩:২২

কোস্টগার্ডের অভিযান

বাগেরহাট: পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড বহিঃ নোঙর এবং অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে। বিশেষ করে নৌপথে ভাসমান গুদামের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ডের এই অভিযান।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ কোস্টগার্ড, নৌ বাহিনী, নৌ পরিবহণ মন্ত্রণালয় এবং নৌ পুলিশের সমন্বয় বঙ্গোপসাগরের হিরণপয়েন্ট, হারবারিয়া, বাগেরহাটের মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া নোঙর এলাকা সংলগ্ন নৌ রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী জাহাজ/লাইটারগুলো যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সেই লক্ষ্যে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি এ সকল জাহাজ/ট্যাংকারগুলোর বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনি আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্টের সঠিকতা যাচাই করা হয়।

তিনি আরও জানান, এ ছাড়াও বাণিজ্যিক জাহাজগুলো যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নৌ দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কারগো ও পর্যটকবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কোস্টগার্ডের অভিযান নৌপথ বাগেরহাট ভাসমান গুদাম

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
২২ এপ্রিল ২০২৫ ১৬:০১

সিলেটে বজ্রপাতে মাঝি নিহত
২২ এপ্রিল ২০২৫ ১৬:০০

আরো

সম্পর্কিত খবর