‘সরকার পক্ষপাতিত্ব করলে দেশ বিপদে পড়বে’
২১ মার্চ ২০২৫ ০৪:০৩
চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান কারও একক চেষ্টায় হয়নি বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারকে কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব না দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ইফতার উপলক্ষ্যে আয়োজিত ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণসংহতি আন্দোলন এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণপর্বে প্রবেশ করার জন্য জাতীয় ঐকমত্যে আসতে হবে। অন্তর্বর্তী সরকারকে এই রাজনৈতিক উত্তরণে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। সরকার এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে রাজনৈতিক কোনো পক্ষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব তৈরি না হয়। আপনারা (সরকার) পক্ষপাতিত্ব করলে এই দেশ বিপদের মধ্যে পড়ে যাবে।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান কারও একার চেষ্টায় হয়নি। অভ্যুত্থান এ দেশের জনগণ করেছেন। ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনের ওপর অত্যাচার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পরিণত করেছে। সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যক্তিবর্গ সবাই ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থান করেছেন।’
মাজারে হামলার প্রসঙ্গ টেনে জোনায়েদ সাকি বলেন, ‘তৌহিদি জনতার নামে মাজারে হামলা হচ্ছে। এতে বাংলাদেশ চিত্রিত হচ্ছে জঙ্গি হিসেবে। বাংলাদেশকে জঙ্গি হিসেবে দেখাতে চায় ভারতের মিডিয়ার একাংশ, এমনকি ভারতের শাসক দলও। ফলে তৌহিদি জনতার নামে আক্রমণটা ভারতীয় মিডিয়াকে সাহায্য করছে। এসব যুক্তরাষ্ট্রের মিডিয়াতেও প্রচারিত হচ্ছে।’
গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী ফাহিম শরীফ খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় নেতা জবিউল হোসেন, এবি পার্টির কেন্দ্রীয় নেতা সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কফিল উদ্দিন, খাদ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা জুবায়ের আলম মানিক, চবি ছাত্র ফেডারেশন নেতা আজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার রিদোয়ান সিদ্দিক প্রমুখ।
সারাবাংলা/আরডি/পিটিএম