নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমখি সংঘর্ষ, যুবক নিহত
২১ মার্চ ২০২৫ ০৪:০৯
নোয়াখালী: জেলার সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে রিফাত (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে আনসার কোম্পানির দরজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রিফাত সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল যোগে রিফাত সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন। পথে নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের আনসার কোম্পানির দরজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি ধুমড়ে মুছড়ে গিয়ে গুরুত্বর আহত হন রিফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলী আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম