Monday 13 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৩:১৭

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ মৃত আব্দুল গাফফার। ছবি: সংগৃহীত

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ আব্দুল গাফফার মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত ভোর রাতে ঢাকার কিডনি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোক বার্তায় তিনি বলেন, তার মতো নিবেদিত একজন কর্মী অকালে চলে যাওয়া আমাদের জন্য বেদনার।

আব্দুল গাফফারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

আব্দুর গাফফারের জানাজা ও দাফন শুক্রবার (২২ মার্চ) বাদ জুমা ময়মনসিংহের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এজেড/এনজে