Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৩:৩২ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৪:০৪

৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী। ফুটেজ ছবি

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষের আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহিনীপুর এলাকার খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) একই এলাকার বারেক হাজীর ছেলে বাসার (৩৫)।  অন্যান্য আহতরা পার্শবর্তী ভৈরবসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের  সদস্য সামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ শুক্রবার ভোরে সামসু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র  টেঁটা, বল্লম এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী আমিন মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। পরে হাসপাতালে আনার পথে মারা যান বাসার নামে আরও একজন। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত ১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর