কলম্বিয়ার বিপক্ষে ৭ বদলি করে নিয়ম ভেঙেছে ব্রাজিল?
২১ মার্চ ২০২৫ ১৪:৩৮
সরাসরি বিশ্বকাপে পৌঁছাতে কলম্বিয়ার বিপক্ষে আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে। পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে গিয়েও ভিনিসিয়াস জুনিয়রের ৯৯তম মিনিটের গোলে ২-১ ব্যবধানের দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। তবে এই জয়ের পর উঠেছে নতুন বিতর্ক। ম্যাচে ৭ জন ফুটবলারকে বদলি করিয়ে কি ফিফার নিয়ম ভঙ্গ করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র?
করোনার আগ পর্যন্ত এক ম্যাচে সর্বোচ্চ ৪ জন ফুটবলারকে বদলির নিয়ম ছিল। করোনার সময় সেটা বেড়ে দাঁড়ায় ৫। তবে বিশ্বকাপ বাছাইপর্বের আজকের ম্যাচে ব্রাজিল ৭ জনকে বদলি করেছে। তাহলে কি তারা নিয়ম না মেনেই এমনটা করল?
মূলত ব্রাজিল গোলকিপার অ্যালিসনের চোটের কারণেই এমনটা হয়েছে। ৬৯ মিনিটে ফ্রি কিক ঠেকাতে গিয়ে কলম্বিয়ার ডেভিডসনের সঙ্গে মাথায় ধাক্কা লাগে তার। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর মাঠ ছাড়তে বাধ্য হন অ্যালিসন। তার পরিবর্তে নামে নামেন আরেক কিপার বেন্তো।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লে তার বদলিসহ আরেকজন বদলি ফুটবলারকে মাঠে নামাতে পারবে দল। আর এতেই খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ভিনিকে তুলে নিয়ে ওরতিজকে মাঠে নামান দরিভাল। সব মিলিয়ে এই ম্যাচে ৭ জন বদলি ফুটবলার মাঠে নামিয়েছে ব্রাজিল।
আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্বের পরের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
সারাবাংলা/এফএম