Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৫:২০ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৩৬

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। ছবি: সারাবাংলা

ঢাকা: ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা বন্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। এতে অংশ নেয় খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবির। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

শুক্রবার (২১ মার্চ) বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় নানা স্লোগান দিতে থাকে দলগুলো।

বিজ্ঞাপন

ফিলিস্তিনের পতাকা হাতে একজন মুসল্লি। ছবি: সারাবাংলা

এদিকে, ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে থাকেন যৌথ বাহিনীর সদস্যরা। পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান রাখা ছিল।

এছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছিল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

ইসলামী দলের সদস্যদের বিক্ষোভ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর