Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ ওমরাহ’র ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না : ধর্ম উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৫:৫২ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৮:৩৪

ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। ফুটেজ ছবি

কক্সবাজার: ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘হজ্ব ওমরাহ’র ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না। সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিন গুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না।’ এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরী করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘কক্সবাজারে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে বহুদিন ধরে। এখানে সাম্প্রদায়িকগত কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। তাই এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে।’

তিনি বলেন, ‘মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসাথে ১১ শত পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা ও শারীরিক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিং, মৃত গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সাজানো হয়েছে।’

উল্লেখ্য, সারাদেশে সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে, সাড়ে ৩০০ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ওমরাহ ভিসা সিন্ডিকেট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর