Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহনগঞ্জ-ময়মনসিংহ রুটের বন্ধ লোকাল ট্রেন চালু করার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৬:১১ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৩৫

মানববন্ধন

ময়মনসিংহ: ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটের লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে ও পুণরায় চালু করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।

শুক্রবার (২১ মার্চ) সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের নেতারাসহ স্থানীয় বাসিন্দারা।

এ সময় বক্তারা বলেন, ‘মোহনগঞ্জ-ময়মনসিংহ ট্রেনটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার যাত্রীরা। তাদের অভিযোগ, বিকল্প উপায়ে সড়কপথে গন্তব্যে যেতে সময় ও খরচ দুটিই বেশি লাগছে। তাই অবিলম্বে বন্ধ ট্রেনটি পুণরায় চালু রাখার দাবি জানান তারা। দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারির দেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটের লোকাল ট্রেনটি গত ২৯ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে। এতে ওই রুটের যাত্রীরা চরম দুর্ভোগ এবং ভোগান্তির মধ্যে পড়েছেন।

সারবাংলা/এসআর

বন্ধ লোকাল ট্রেন চালুর দাবি ময়মনসিংহ মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেন লোকাল ট্রেন বন্ধ সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর