Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৬:১৮ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৮:৩৩

মরদেহ উদ্ধার করা হয়েছে

বরিশাল: ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ তিনদিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নলছিটির দপদপিয়া লঞ্চঘাট এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিশু রায়হান মল্লিক (১১) উপজেলার নলছিটি পৌর এলাকার গৌরীপাশা গ্রামের মোহাম্মদ আলী মল্লিকের ছেলে। সে মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদরাসার নুরানি শাখার ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, লঞ্চঘাটের পন্টুনের সঙ্গে মরদেহটি ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে উদ্ধার করেন। খবর পেয়ে শিশুটির বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে মরদেহ শনাক্ত করেন।

এর আগে মঙ্গলবার সকালে প্রতিবেশী বিপ্লবের সঙ্গে মাছ ধরতে যায় শিশু রায়হান। এ সময় উপজেলার গৌরীপাশা এলাকার রিয়াজ ইটভাটা সংলগ্ন সুগন্ধা নদীতে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৫-এর ধাক্কায় নৌকা ভেঙে নদীতে তলিয়ে যায়। বিপ্লব নদী সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু রায়হান।

নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মফিজুর রহমান বলেন, খবর পেয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে নলছিটি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই

উদ্ধার নৌকাডুবিতে নিখোঁজ বরিশাল মরদেহ শিশুর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর