চকবাজারে গণপিটুনিতে নিহতের পরিচয় মিলেছে
২১ মার্চ ২০২৫ ১৭:০৫
ঢাকা: রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহতের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিফ (১৮)। শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিহতের পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ সনাক্ত করে।
হাসপাতালে আসিফের মা তানিয়া বেগম জানান তার ছেলে আসিফ ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতো। তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় থাকেন। আসিফের বাবার নাম মো. জহির। তিনি রিকশাচালক।
তিনি আরও বলেন, গতরাত সাড়ে ৯টার দিকে তার এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে কেরানীগঞ্জের জিনজিরা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর আর রাতে বাসায় ফেরেনি। সকালে লোকমারফত জানতে পারি ছিনতাইকারী সন্দেহে আসিফসহ পাঁচজনকে মারধর করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে আসিফের মরদেহ দেখতে পাই। তবে তার ছেলে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জাহিদুল ইসলাম (১৭)।
হাসপাতালে জাহিদুলের বাবা শাহ আলম বলেন, তাদের বাসা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায়। জাহিদ বুড়িগঙ্গা নদীতে নৌকা চালাতো। গতরাত নয়টার দিকে বাসা থেকে বের হয়। তবে কোথায় যাচ্ছে বলে যায়নি। সকালে জানতে পারি মারধরের শিকার হয়ে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছে। পরে হাসপাতালে এসে জাহিদকে অচেতন অবস্থায় দেখতে পাই। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া একই ঘটনায় আহত আতিক (১৮) নামে আরও এক যুবক ভর্তি আছে। তাকে কেরানীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে হাসপতালে নিয়ে আসে।
চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান বলেন, গণপিটুনিতে নিহতের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসিফ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে ভর্তি আছে।
সারাবাংলা/এসএসআর/এসআর