টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ২১ দোকান পুড়ে ৮০ লাখ টাকার ক্ষতি
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:০২
২১ মার্চ ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:০২
টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে অগ্নিকাণ্ডে খাবারের দোকান ও মুদির দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার লাউহাটি বাজারে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় দুপুর ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে লাউহাটি বাজারে তেলের দোকানের একটি মোটরসাইকেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, টাঙ্গাইল, নাগরপুর, দেলদুয়ার এবং মির্জাপুরের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সারাবাংলা/এইচআই