Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৮:৩০ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:০২

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফরে ছিলেন।

শুক্রবার (২১ মার্চ) তিনি দেশে ফিরেছেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দফতর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শনিবার (১৫ মার্চ) ঢাকা ত্যাগ করেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর