Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে প্রতিহত করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৯:১০ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২১:৪৬

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের জরুরি সভা

ঢাকা: আওয়ামী লীগের বিচারের আগে পুনর্বাসন চাইলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘‘ইতিহাসের নিকৃষ্ট দল আওয়ামী লীগের বিচারের আগে যারাই পুনর্বাসন চাইবে, তাদেরকেই প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনভাবেই সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না।’’

ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আরমান হোসাইন, শরিফুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, আলহাজ্ব আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, ডা. জুবায়ের, মাসুম বিল্লাহ ও মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

আওয়ামী লীগের পুনর্বাসন ইসলামী আন্দোলন জরুরি সভা পুনর্বাসন চাইলে প্রতিহত সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর