Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছরে অভিবাসন পথে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫ ১৯:৩২ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২১:৪৬

ছবি: সংগৃহীত

২০২৪ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। গত বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন। জাতিসংঘ এই মৃত্যুকে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি বলে অভিহিত করেছে।

শুক্রবার (২১ মার্চ) জাতিসংঘের বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফটি এ খবর জানায়।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ‘২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।’

২০২৪ সালে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে রেকর্ডসংখ্যক মানুষ মারা গেছেন। যা যথাক্রমে ২ হাজার ৭৭৮, ২ হাজার ২৪২ এবং ২৩৩ জন।

সারাবাংলা/এইচআই

অভিবাসন পথ জাতিসংঘ জাতিসংঘের অভিবাসন সংস্থা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর