Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো কূটকৌশলে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৯:৪০ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২১:৪৬

ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ

ঢাকা: কোনো কূটকৌশলে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করলে ইতিহাস ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ।

শুক্রবার (২১ মার্চ) কেন্দ্রীয় শহিদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমন এর সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইউনুস আহমাদ বলেন, ‘‘কোনো অজুহাত বা কূটকৌশলে শহিদের রক্তের সঙ্গে বেইমানি করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। রক্তের দায় অস্বীকার করলে শাস্তি ভোগ করতে হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল- তাদের বিচার করতেই হবে।’’

‘‘আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে’’- বলেন ইউনুস আহমাদ।

তিনি বলেন, ‘‘আমাদের শিক্ষা না কর্মমূখি, না নৈতিকতা ভিত্তিক। ফলে এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে নেতৃত্বে দেওয়ার মতো সৎ ও দক্ষ জনবল তৈরি হচ্ছে না। তাই নৈতিকতা ভিত্তিক কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। দেশে শিল্পায়ন করতে হবে, তারুণ্যকে সহজ ও সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দিতে হবে। স্টার্টআপ প্রোগ্রামকে বাধাহীন উৎসাহ দিতে হবে।’’

ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জোবায়ের হুসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম ও ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুনতাছির আহমাদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর

ইতিহাস ক্ষমা করবে না ইফতার মাহফিল ইসলামী ছাত্র আন্দোলন রক্তের সঙ্গে বেইমানি সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর