Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ১৯:৪১

গাজায় হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

ইবি: ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন হত্যাকাণ্ড ও ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শিক্ষার্থীদের নেতৃত্বে এই মিছিলে মুসল্লিরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও প্রধান ফটক এলাকা ঘুরে প্রশাসন ভবনের সামনে সমাবেশে সমবেত হয়। পরবর্তীতে সোয়া ২টায় শেখপাড়া বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভকারী একটি দল সেখানে এসে সমবেত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) ইবি শাখার সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াসিরুল কবির, গোলাম রব্বানী, ইসমাইল হোসেন রাহাত, ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে সঞ্চালনা করেন সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ।

মিছিলে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদ‘, ‘গাযাবাসীর কারণে, ভয় করি না মরণে’, ‘গোলামি না শাহাদত, শাহাদত শাহাদত’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘ফিলিস্তিন দিচ্ছে ডাক, আরবরা জাগরে জাগ’ প্রভৃতি স্লোগান দেন।

ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি বলেন, ফিলিস্তিনে হামলার পর ফ্যাসিস্ট নেতানিয়াহু বলেছে এই হামলা কেবল শুরু। তবে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এটা কেবল শুরু তবে হামলার নয় বরং তোমার পতনের শুরু। দীর্ঘদিন ধরে তারা গাজাবাসীর ওপর বর্বরচিত নির্যাতন চালিয়েছে। তোমরা সম্মুখ যুদ্ধে একজন যোদ্ধাকেও হত্যা করতে পারবে না। যখন তারা এটা পারছে না তখন পেছন থেকে হামলা চালিয়ে নারী-শিশুদের হত্যা করছে। আপনাদের চেয়েও ফেরাউনের সাম্রাজ্য, নমরুদের সম্প্রদায় অনেক বেশি শক্তিশালী ছিল। তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। আমরা বিশ্বমুসলিম এক হয়ে হুংকার দিলে এক মুহূর্তও টিকে থাকতে পারবা না। বিশ্বের মানচিত্র থেকে তোমাদের উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থার সমাধানের উদ্দেশ্যে কোনো সহায়তা পাচ্ছি না। তেমনি বাংলাদেশেও একজন নেতানিয়াহুর জন্ম হয়েছিল। যারা বিগত ১৬ বছরে শাপলা চত্বরে গণহত্যা থেকে শুরু করে সারাদেশে খুন, গুম, ধর্ষণ, লুটতরাজ থেকে সব অপকর্ম করেছে। সর্বশেষ ২০২৪ সালে গণহত্যা চালিয়েছে। এই ইসলায়েল ও আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে ভারত। তাই ভারতের বিরুদ্ধে সবসময় আমাদের শক্ত অবস্থান থাকবে।

সারাবাংলা/এইচআই

ইবি গাজায় হত্যাকাণ্ড প্রতিবাদ ফিলিস্তিন বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর