Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গাজায় মানুষ মরে, জাতিসংঘ কী করে’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২০:০০ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২০:০৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ

চট্টগ্রাম ব্যুরো: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন দল ও সংগঠন।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। ফিলিস্তিনের প্রতি সংহতি, চট্টগ্রামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন বিকেল তিনটার দিকে চেরাগী পাহাড় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যোগ দেন।

পদযাত্রায় ‘পৃথিবীটা মানুষের হোক, মানুষ তুমি মানুষ হও, হত্যাযজ্ঞ বন্ধ করো, গাজায় মানুষ মরে, জাতিসংঘ কী করে?’-সহ বিভিন্ন ধরনের লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে হাজির হন তারা।

বিকেল সাড়ে তিনটার দিকে পদযাত্রাটি নগরীর সিনেমা প্যালেস মোড়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রা পরবর্তী সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়মা আলম বলেন, ‘গাজায় মানুষ একা দাঁড়িয়ে আছে। তারা পৃথিবীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডের মুখোমুখি হচ্ছে। এ হত্যাকাণ্ড থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধবিরতির নামে প্রহসন তৈরি করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিশ্বের বড় বড় সংস্থাগুলো প্রহসনমূলক অবস্থান নিয়েছে। এ গণহত্যা থামাতে তারা ব্যর্থ হচ্ছে। তাহলে ফিলিস্তিনিরা কি এভাবেই প্রাণ হারাবে?’

কবি ও সাংবাদিক আহমেদ মুনির বলেন, ‘গাজায় গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়েছিল যুদ্ধবিরতি। এরপর সেখানকার শিশুদের দুর্দশা কিছুটা কমেছিল। তবে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে গাজায় আবার নৃশংস হামলা শুরু করে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত ৫৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ২০০। যদিও বার্তা সংস্থা এএফপি প্রথম দুই দিনে ৯৭০ জনের নিহত হওয়ার খবর জানিয়েছিল।’

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা আরও বলেন, ‘গাজায় ইসরায়েলের হামলা শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পর শুরু হয় ইসরায়েলিদের হত্যাযজ্ঞ। সেদিন থেকে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় অন্তত ৪৯ হাজার ৬১৭ জন নিহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। শিশুদের বেশির ভাগই নিহত হয়েছে ইসরায়েলের সরাসরি হামলায়। হামলা শুরুর পর থেকে গাজায় আনুমানিক ৮৫ হাজার টন বোমা ফেলা হয়েছে। এতে সরাসরি আঘাত পেয়ে, ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে, আগুন লেগে এবং বিষাক্ত গ্যাস নিশ্বাসের সঙ্গে গ্রহণ করে ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে।’

অগ্নিবীণা পাঠাগারের সংগঠক সানি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা আমির আব্বাস, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক শিহাব চৌধুরী, স্থপতি বিজয় তালুকদার, পরিবেশ আন্দোলনকর্মী রিতু পারভিন, নারী সংহতির নুরুন্নেসা মুন্নি, আইনজীবী বিশু ময় দেব, ছাত্র ফেডারেশন জেলা সভাপতি সাইফুর রুদ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সভাপতি ধ্রুব বড়ুয়া, পাহাড়ি ছাত্র পরিষদের সোহেল চাকমা ও রাষ্ট্রচিন্তার নগর সংগঠক সামী চৌধুরী।

হেফাজতে ইসলাম

গাজায় ইসরায়েলের হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও নগর কমিটির নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সমাবেশে হেফাজতের নেতারা বলেন, ‘সেহেরির প্রস্তুতির সময় হাজায় বোমা হামলা করে ৪০০ নারী শিশুকে শহীদ করা হয়েছে। রমজানে নিরপরাধ শিশু হত্যার তীব্র নিন্দা জানাই। বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে।’

সিপিবি

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রাম জেলা সিপিবির উদ্যেগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সিপিবির নেতারা বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত এ গণহত্যা মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে এবং তাদের মধ্যপ্রাচ্যের সেবাদাসদের যোগসাজশে হয়েছে। এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনী আবারও বিশ্ব জনমতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল।’

‘মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ দুনিয়ার কোনো বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। কিন্তু জাতিসংঘ অত্যন্ত দুঃখজনকভাবে এ বিষয়ে উপযুক্ত ভূমিকা পালন করছে না। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত দায়সারা বিবৃতি না দিয়ে অত্যন্ত কড়া ভাষায় এ হামলার প্রতিবাদ করা।’

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সদস্য রাশিদুল সামিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, যুবনেতা জাবেদ চৌধুরী ও ছাত্রনেতা তানভির এলাহী।

সারাবাংলা/আইসি/এসআর

গাজায় ইসরায়েলের হামলা চট্টগ্রাম জাতিসংঘ পদযাত্রা যুদ্ধবিরতির নামে প্রহসন সারাবাংলা সিপিবি হামলার প্রতিবাদ হেফাজতে ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর