কুষ্টিয়ায় ইতিহাসের সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে চাল
২১ মার্চ ২০২৫ ২০:৩০
কুষ্টিয়া: কুষ্টিয়ার বাজারে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দরে বিক্রি হচ্ছে মিনিকেট চাল। মিনিকেটসহ সকল ধরনের চাল কেজি প্রতি বেড়েছে ২ থেকে ৮ টাকা পর্যন্ত। চালের দাম বৃদ্ধিতে ভোক্তারা অস্বস্তি প্রকাশ করলেও চালকল মালিকরা বলছেন ধানের সংকট থাকায় চালের দাম বেড়েছে। আর স্থানীয় প্রশাসন বলছে চালের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে তারা।
শুক্রবার (২১ মার্চ) পৌর বাজারে ভোক্তা পর্যায়ে প্রতিকেজি মিনিকেট চাল ৮৮ টাকা বিক্রি হচ্ছে যা গত দুই সপ্তাহ আগে বিক্রি হয়েছে ৮০ টাকায়। কাজললতার ৩ থেকে ৪ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭২-৭৪ টাকায়। এদিকে আটাশ ৬০ টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজি দরে।
খুচরা বিক্রেতারা বলছেন, ‘রমজানের শুরু থেকে চালের বাজার ঊর্ধ্বমূখী। মিল মালিকদের কাছ থেকে চাল কিনতে গেলে তারা ধান সংকটের কথা বলছেন।’
জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানালেন, সরু ধানের সংকট প্রকট। সরু চালের দাম বাড়লে সব চালের দামই বেড়ে যায়। তাই বিদেশ থেকে আমদানী বাড়ানোর তাগিদ তার।
কুষ্টিয়ায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, চালের দাম বৃদ্ধির বিষয়ে সতর্ক স্থানীয় প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ করছে একাধিক টিম।
সারাবাংলা/এসআর
কুষ্টিয়া চাল রেকর্ড ভেঙে সর্বোচ্চ দর সর্বোচ্চ দর সারাবাংলা