Friday 21 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২০:৪৫

ফিলিস্তিনে গণহত্যা ও নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল

খুলনা: ফিলিস্তিনে গণহত্যা ও নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে নগরীর বায়তুর নূর মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। একইভাবে, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর আক্রমণ ভারতীয় কর্তৃপক্ষের সাম্প্রদায়িক অপশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মুহতারাম সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন।

সারাবাংলা/এইচআই

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা ফিলিস্তিনে গণহত্যা বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর