Thursday 25 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৫ ২১:১৯ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ০০:০০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি স্থানীয় মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে স্বজনরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিমের খালা ইয়াসমিন আক্তার জানান, সেলিম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মিরপুর ১১ বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতো। সন্ধ্যার দিকে ওয়াবদা বিল্ডিং এর পাশে মাঠে পূর্ব শত্রুতার জেরে সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে।

খালা ইয়াসমিন দাবি করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী পারভিন, রনি, জনি, সীমা ও রানীসহ আরও বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে সেলিমকে কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

কুমিল্লায় পিস্তলসহ যুবক আটক
২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

আরো