ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩
২১ মার্চ ২০২৫ ২১:৫৬
ঢাকা: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে যুব মহিলা লীগের নেত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল ঝটিকা মিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
আটকরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫)। অপর দুইজন হলেন সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিয়েছেন।
সারাবাংলা/ইউজে/এসআর