Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কারণে আকস্মিকভাবে ক্লাব বিশ্বকাপ থেকে বাদ লিও

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫ ১৪:৪৮

ক্লাব বিশ্বকাপ থেকে লিওকে বাদ দিয়েছে ফিফা

ক্লাব বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। অনেক আগে এবারের ৩২ দলের বিশ্বকাপে জায়গা করে নিলেও শেষ মুহূর্তে গিয়ে কপাল পুড়ল মেক্সিকান ক্লাব লিওর। মালিকানা সংক্রান্ত জটিলতায় ক্লাবটিকে আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আগামী জুনে যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের এযাবৎ কালের সবচেয়ে বড় আসর। এবারই প্রথমবার ৩২ দল নিয়ে বিশ্বকাপের আদলে অনুষ্ঠিত হবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। কনকাকাফ চ্যাম্পিয়নশিপ জিতে মেক্সিকো থেকে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল লিও। শেষ পর্যন্ত অবশ্য এই বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তাদের।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে একাধিক ব্যক্তির মালিকানা নিয়ে জটিলতায় পড়েছিল লিও। মেক্সিকোর বেশ কয়েকটি ক্লাব অভিযোগ এনেছিল, একাধিক মালিকের অধীনে ক্লাব পরিচালনা করছে লিও। এই ইস্যুতেই ক্লাব বিশ্বকাপের তিন মাস আগে ফিফা সিদ্ধান্ত নিয়েছে, লিও আসন্ন টুর্নামেন্টে অংশ নিতে পারবে না, ‘ফিফা ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লিওকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের পরিবর্তে কোন ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে, সেটা দ্রুতই জানিয়ে দেওয়া হবে।’

ফিফার এমন সিদ্ধান্তে অনুমেয়ভাবেই ক্ষুব্ধ লিও। ফিফার এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তারা, ‘ফিফার এই সিদ্ধান্তে আমরা মোটেও একমত নই। আমরা এটার বিরুদ্ধে আপিল করব। আমরা সব নিয়ম মেনে মাঠে জয় পেয়েই বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। আশা করি আমরা এই লড়াইয়ে জিতে টুর্নামেন্টে ফিরব।’

আগামী ১৪ জুন শুরু হয়ে ক্লাব বিশ্বকাপ চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

২০২৫ ক্লাব বিশ্বকাপ ফিফা মেক্সিকো লিওঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর