Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থিতিশীল পরিস্থিতি: কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির ধারায় চট্টগ্রাম বন্দর

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৭:১৫ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৮:৩১

চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো: চলতি বছরের শুরু থেকেই আমদানি-রফতানি পণ্যবোঝাই কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির ধারায় এগিয়ে চলছে চট্টগ্রাম বন্দর। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কনটেইনার হ্যান্ডলিংয়ে গত তিন মাসে আগের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির পরিমাণ পাঁচ শতাংশেরও বেশি।

অন্তর্বর্তী সরকারের আমলে স্থিতিশীল পরিস্থিতিতে আমদানি, রফতানি ও খালি কনটেইনারের স্থানান্তর বাড়ায় এ প্রবৃদ্ধি ঘটেছে বলে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে আগের বছরের জানুয়ারির তুলনায় আমদানি ও রফতানি কনটেইনার হ্যান্ডলিং যথাক্রমে ১২ দশমিক ৭৫ শতাংশ ও ১৩ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মোট রফতানি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ২৮ হাজার ৩৮৩ টিইইউস (বিশ ফুট সমতুল্য ইউনিট)। এর মধ্যে ৭৫ হাজার ২৩৪ টিইইউস কনটেইনারে পণ্য ছিল এবং ৫৩ হাজার ১৪৯ টিইইউস কনটেইনার খালি ছিল।

২০২৪ সালের জানুয়ারিতে মোট রফতানি কনটেইনার ছিল এক লাখ ১২ হাজার ৭৭৩ টিইইউস। এর মধ্যে ৬৩ হাজার ৬৩৪ টিইইউস কনটেইনারে পণ্য ছিল এবং ৪৯ হাজার ১৩৯ টিইইউ কনটেইনার খালি ছিল।

এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে বন্দরে আমদানি পণ্যের মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে এক লাখ ৩৫ হাজার ২৩১ টিইইউস। এর মধ্যে এক লাখ ২৪ হাজার ৩৯৯ টিইইউস কনটেইনারে পণ্য ছিল এবং ১১ হাজার ১৯২ টিইইউস কনটেইনার খালি ছিল।

২০২৪ সালের জানুয়ারিতে আমদানি পণ্যের এক লাখ ১৯ হাজার ৯৩৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল। এর মধ্যে এক লাখ ১২ হাজার ৯৫ টিইইউস কনটেইনারে পণ্য ছিল এবং সাত হাজার ৮৪১ টিইইউস কনটেইনার খালি ছিল।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দরে মোট ২ লাখ ২৮ হাজার ১৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে ১ লাখ ৭ হাজার ৫৫ টিইইউস আমদানি পণ্য। আমদানি পণ্যের খালি কনটেইনার ছিল ১১ হাজার ৩৭০ টিইইউস। ৬৫ হাজার ৪৫০ টিইইউ রফতানি পণ্য এবং রফতানি পণ্যের ৪৪ হাজার ৩০৯ টিইইউস খালি কনটেইনার ছিল।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ২ লাখ ১৬ হাজার ৮৬৮ টিইইউস। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৮৮৬ টিইইউস আমদানি পণ্য ও ৫ হাজার ৮৯১ টিইইউস আমদানি করা খালি কনটেইনার ছিল। এছাড়া ৬১ হাজার ৯৯ টিইইউ রফতানি পণ্যবোঝাই এবং ৪৫ হাজার ৯৯২ টিইইউ রফতানি করা খালি কনটেইনার ছিল।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে আগের বছরের ফেব্রুয়ারির চেয়ে প্রবৃদ্ধির পরিমাণ ৫ দশমিক ২১ শতাংশ বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘মার্চ মাস এখনও শেষ না হওয়ায় আমরা এ মাসের হ্যান্ডলিংয়ের হিসেবটা এখনও করতে পারিনি। তবে মার্চেও হ্যান্ডলিং স্মুথ আছে। যে গতিতে হ্যান্ডলিং হচ্ছে তাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা মনে করি। এটা কারণ হচ্ছে, এখন আমদানি-রফতানি স্বাভাবিক আছে। পরিস্থিতি স্থিতিশীল আছে। বন্দরের দক্ষতাও বেড়েছে। এর প্রভাব কনটেইনার হ্যান্ডলিংয়ে পড়েছে। এটা শুধু বন্দরের জন্য নয়, দেশের অর্থনীতির জন্যও সুখকর খবর।’

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থান, আমদানিতে অলিখিত নিষেধাজ্ঞা, ডলার সংকটের ধাক্কা নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছিল চট্টগ্রাম বন্দরে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বন্দরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার কাজ শুরু করে। এর ফলে ২০২৪ সালের শেষভাগে এসে দেখা যায়, কনটেইনার ও কার্গো (পণ্য) হ্যান্ডলিংয়ে আগের সব রেকর্ড ভেঙ্গেছে চট্টগ্রাম বন্দর।

২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে আগের বছরের চেয়ে কনটেইনার হ্যান্ডলিং বাড়ে প্রায় পৌনে দুই লাখ টিইইউস। আর কার্গো হ্যান্ডলিং বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ লাখ মেট্রিকটন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বন্দরে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। একই সময়ের মধ্যে কার্গো হ্যান্ডলিং হয় ১২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৫৮৩ মেট্রিকটন।

২০২৩ সালে চট্টগ্রাম বন্দর ও এর আওতাধীন কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালের দিয়ে আমদানি-রফতানি ও খালি মিলিয়ে কনটেইনার পরিবহন হয় ৩০ লাখ ৫০ হাজার টিইইউস। ২০২২ সালে ৩১ লাখ ৪২ হাজার ৫০৪, ২০২১ সালে ৩২ লাখ ১৪ হাজার কনটেইনার পরিবহন হয়।

এর আগে, ২০২০ সালে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭, ২০১৯ সালে ৩০ লাখ ৮৮ হাজার ১৮৭, ২০১৮ সালে ২৯ লাখ ৩ হাজার ৯৯৬ এবং ২০১৭ সালে ২৬ লাখ ৬৭ হাজার ২২৩ কনটেইনার পরিবহন করেছিল চট্টগ্রাম বন্দর।

এছাড়া ২০২৩ সালে ১২ কোটি ২ লাখ মেট্রিকটন কার্গো (পণ্য) পরিবহন হয়। ২০২২ সালে ১১ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৬৮২ মেট্রিকটন ও ২০২১ সালে পরিবহন হয় ১১ কোটি ৬৬ লাখ মেট্রিকটন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ১০ কোটি ৩২ লাখ ৯ হাজার মেট্রিকটন এবং ২০১৯ সালে ১০ কোটি ৩০ লাখ ৭৭ হাজার মেট্রিকটন।

বন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩ হাজার ৮২২টি জাহাজ হ্যান্ডলিং করেছে। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দর জাহাজ হ্যান্ডলিং করে ৪ হাজার ১০৩টি। ২০২২ সালে ৪ হাজার ৩৬১টি, ২০২১ সালে ৪ হাজার ৫৪টি, ২০২০ সালে ৩ হাজার ৭২৮টি এবং ২০১৯ সালে ছিল ৩ হাজার ৮০৭টি জাহাজ হ্যান্ডলিং করা হয়।

উল্লেখ্য, দেশে আমদানি-রফতানিকেন্দ্রিক সমুদ্র বাণিজ্যের ৯২ শতাংশ এবং কনটেইনার ও পণ্য পরিবহনের ৯৮ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে।

সারাবাংলা/আরডি/এসআর

কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর প্রবৃদ্ধি সারাবাংলা

বিজ্ঞাপন

আজ বায়ু দূষণে ৩য় ঢাকা
২৩ মার্চ ২০২৫ ১৩:২৫

আরো

সম্পর্কিত খবর