বিশ্বকাপ বাছাইপর্ব
আর্জেন্টিনাকে ঠেকাতে যে পরিকল্পনা সাজাচ্ছে ব্রাজিল
২৩ মার্চ ২০২৫ ১২:১৪
উরুগুয়ের বিপক্ষে অন্তিম মুহূর্তে গোলে জয় ছিনিয়ে এনেছিলেন তারা। বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের শীর্ষে থাকা আর্জেন্টিনার আক্রমণভাগকে কীভাবে সামলাবে ব্রাজিলের রক্ষণভাগ, সে নিয়েই চলছে আলোচনা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার গিয়ের্মে আরানা বলছেন, আর্জেন্টিনার ফরোয়ার্ডদের আটকাতে পুরোটা সময় মনোযোগ ধরে রাখতে হবে তাদের।
১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট পেলেই জাপানের পর দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট হাতে পাবেন লিওনেল মেসিরা। এর আগে বলিভিয়া নিজেদের ম্যাচে জিততে না পারলে মাঠে নামার আগেই বিশ্বকাপে পৌঁছে যাবে আর্জেন্টিনা।
ইনজুরির কারণে মেসি-মার্টিনেজ-দিবালা থাকছেন না সুপার ক্লাসিকোতে। তবে উরুগুয়ের বিপক্ষে এই ত্রয়ীকে ছাড়াই আলমাডার দারুণ এক গোলে জয় পেয়েছিল স্কালোনির দল। আরানা তাই বলছেন, আর্জেন্টিনা ফরোয়ার্ডদের সবসময় নজরে রাখতে হবে তাদের, ‘আমরা সবাই জানি আর্জেন্টিনা দারুণ সময় কাটাচ্ছে। তবে আমাদেরও দারুণ একটা দল আছে। আর্জেন্টিনার ফুটবলারদের যে মান, তাতে আমাদের সবার খুব মনযোগী থাকতে হবে। আর্জেন্টিনার আক্রমণভাগকে অকার্যকর করতে হবে তাদের বিপক্ষে ভালো অবস্থানে থাকার বিকল্প নেই।’
সুপার ক্লাসিকোতে মেসি-নেইমার না থাকায় অনেকটাই ফিকে হয়েছে গেছে এই লড়াই। তবে আরানা বলছেন, দুই দলের এই দ্বৈরথটা সবসময়ই জমজমাট, ‘এটা একটা বিশাল দ্বৈরথ। ভিন্ন এক আবহ থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে। দুই দলই জয়ের জন্য লড়াই করবে। তবে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছে, তারা এমন পরিস্থিতিতে আগেও খেলেছে। আমাদের ফল প্রয়োজন, এটার জন্যই আমরা মাঠে নামব।’
আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।
সারাবাংলা/এফএম