Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল ২০২৫
যে গুরুতর অভিযোগে আইপিএলের ধারাভাষ্য থেকে বাদ ইরফান

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫ ১৪:৩৭

এবারের আইপিএলে থাকছেন না ইরফান পাঠান

অবসরের পর থেকে ধারাভাষ্য প্যানেলে তিনি নিয়মিত মুখ। আইপিএলের নতুন আসরেও সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানকে ধারাভাষ্য দিতে দেখা যাবে, এমনটাই অনুমেয় ছিল। তবে সবাইকে চমকে দিয়ে তাকে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ক্রিকেটারদের অভিযোগেই নাকি এবারের আইপিএলে থাকছেন না ইরফান।

অস্ট্রেলিয়া সফরে বাজেভাবে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হয়নি ভারতের। দলের এমন পারফরম্যান্সে ক্রিকেটারদের বেশ কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ইরফান। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এমন সমালোচনা ভালোভাবে নিতে পারেননি ক্রিকেটাররা। বিশেষ করে এক ক্রিকেটারের সঙ্গে বেশ বড় ধরনের তর্ক হয়েছে ইরফানের।

বিজ্ঞাপন

এমন তর্কের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগও জানিয়েছেন সেই ক্রিকেটার। ক্রিকেটারদের আরও অভিযোগ, ইরফান সবসময় ব্যক্তিগত আক্রমণ করে সমালোচনা করেন। ক্রিকেটারদের এমন অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গেই আমলে নিয়েছে বিসিসিআই।

শেষ পর্যন্ত ইরফানকে এবারের আইপিএলের ধারাভাষ্যকার প্যানেলে রাখেই কর্তৃপক্ষ। ক্রিকেট বোর্ডের এক সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ক্রিকেটারদের সঙ্গে করা অসদাচরণের কারণেই প্যানেল থেকে বাদ পড়েছেন ইরফান।

এবারের আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। তারা ১০টি ভিন্ন ভাষায় খেলা দেখাবে। আসরের ডিজিটাল সত্ত্ব জিও হটস্টারের। ধারাভাষ্যে থাকছেন ভারত ও ভারতের বাইরের বর্তমান ও সাবেক মিলিয়ে ৫০ এরও বেশি সংখ্যক ক্রিকেটার।

সারাবাংলা/এফএম

আইপিএল ২০২৫ ইরফান পাঠান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর