Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৯:৩৮

ব্যাংক কর্মকর্তা জাফর আলী চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক ব্যাংক কর্মকর্তাকে খুনের অভিযোগে তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যাংক কর্মকর্তার শরীরে জখমের চিহ্ন ছিল।

এ ঘটনায় রোববার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ওই ব্যাংক কর্মকর্তার ভাই।

মৃত ওই ব্যাংক কর্মকর্তার নাম জাফর আলী চৌধুরী (৪৩)। তার বাড়ি ফটিকছড়ির ভুজপুর উপজেলায়। তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক নগরীর কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

অন্যদিকে অভিযুক্ত তার স্ত্রীর নাম রোমানা ইসলাম (৩৪)। তারা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, শনিবার (২২ মার্চ) রাতে খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে জাফরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় কালো দাগ, হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা জখম ছিল। জাফরের পরিবারের অভিযোগ, তাকে তার স্ত্রী খুন করেছেন। পরে জাফরের স্ত্রী রোমানা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।

রোববার দুপুরে জাফরের ভাই আবুল হাসনাত রোমানাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় রোমানাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রোমানা আমাদের জানিয়েছে তার স্বামী জাফর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। অন্যদিকে জাফরের ভাই-বোনরা তাকে রোমানা খুন করেছে বলে অভিযোগ করছে। পুলিশ হাসপাতালে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। জাফরের ভাইয়ের করা হত্যা মামলায় রোমানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে। এখন স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/আইসি/এইচআই

খুন স্ত্রী গ্রেফতার স্বামীকে খুন হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর