Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পল্লি চিকিৎসক হত‌্যা, জাসদ নেতাসহ ৯ জ‌নের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২০:৩৭

রায়ের পর কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে আসামিদের পাঠানো হয়

কুষ্টিয়া: কুষ্টিয়ায় এক পল্লি চিকিৎসক হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মা‌সের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়ার বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন প‌রিষ‌দের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জাসদের সভাপ‌তি মশিউর রহমান মিলন, জসিম উদ্দিন, এখলাস হোসেন, মুরাদ আলী, মাহাবুল হোসেন, রাশেদুল ইসলাম, ওয়াসিম, র‌ফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন। দণ্ডপ্রাপ্ত আসামিদের বা‌ড়ি মিরপুর উপ‌জেলার আমবা‌ড়িয়া গ্রা‌মে।

রায় ঘোষণার সময় সাতজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরশ আলী নামের এক আসামিকে বেকসুর খালাস দি‌য়ে‌ছেন আদালত।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সা‌লের ১১ জানুয়া‌রি দুপুর সোয়া ১২টার দি‌কে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গায় যাওয়ার জন্য মিরপুর উপজেলার আমবাড়ীয়া এলাকার পল্লি চিকিৎসক লুৎফর রহমান সাবু ও তার ছোটভাই হাবিবুর রহমান বাড়ি থে‌কে বের হবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় লুৎফর রহমানের মুঠোফোনে একটি কল আসলে তি‌নি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে চলে যান। এর কিছু সময় পর ভাই হাবিবুর রহমান বাইরে গিয়ে দেখতে পান আমবাড়ীয়া গোরস্থানের সামনে আসামি মশিউর রহমান মিলনের হুকুমে অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে লুৎফর রহমান সাবুকে কুপিয়ে পালিয়ে যাচ্ছেন। এতে ধারা‌লো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই লুৎফর রহমান মারা যান।

বিজ্ঞাপন

ঘটনার পরের দিন নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মিলনসহ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কুষ্টিয়া জজ আদালতের সরকার পক্ষের কৌসুলী(পি‌পি) অ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম ব‌লেন, তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ জনকে অভিযুক্ত করে মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালতে স্বাক্ষ‌্য প্রমাণের ভিত্তিতে ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সারাবাংলা/এইচআই

আদালতের রায় কুষ্টিয়া পল্লি চিকিৎসক হত‌্যা যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর