পাবনায় বিশ্ববিদ্যালয়ের সামনে যুবকের মরদেহ উদ্ধার
২৩ মার্চ ২০২৫ ২১:২৬ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ২৩:৩৮
পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই যুবকের নাম মিলন হোসেন (৪০)। তিনি পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মেরিল বাইপাস আয়ুব আলী খাঁর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, পূর্ব পরিকল্পিতভাবে মিলনকে কে বা কাহারা হত্যা করেছে। ইফতারের আগে মিলন মুজাহিদ ক্লাব এলাকায় ইফতারি করার উদ্দেশ্যে যায়। হঠাৎ খবর আসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অচেতন অবস্থায় মিলন পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা না সড়ক দুর্ঘটনা তা তদন্ত করে জানা যাবে।
সারাবাংলা/এইচআই
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মরদেহ মরদেহ উদ্ধার যুবকের মরদেহ