Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করুক, রাজনীতিবিদরা রাজনীতি করুক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২২:১৭

ইসলামী আন্দোলন গাজীপুর মহানগর আয়োজিত ইফতার মাহফিল। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, দেশ আক্ষরিক অর্থেই ক্রান্তিকাল অতিক্রম করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নড়বড়ে হয়ে গেছে। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এলোমেলো হয়ে আছে।

তিনি বলেন, এই মুহূর্তে সকলের দায়িত্বশীল ও বুদ্ধিদৃপ্ত আচরণই দেশকে শুভ ও কল্যাণের পথে পরিচালিত করতে পারে। সুতরাং, সেনাবাহিনী তাদের ওপরে অর্পিত দায়িত্ব পালন করুক, আর রাজনীতিবিদরা রাজনীতি করুক।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর মহানগরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, ‘সেনাবাহিনী রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সম্মুখসারির বাহিনী। রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিহিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ও অবদান অনস্বীকার্য। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও দেশপ্রেমে পরীক্ষিত বাহিনী। জুলাই অভ্যুত্থানেও তার নজির দেশবাসী দেখেছে। ফলে সেনাবাহিনীকে রাজনীতির বিষয় বানানো এবং সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা নষ্ট হয় এমন কিছু করা দেশের জন্য কল্যাণকর হবে না।’

তিনি বলেন, ‘অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ। তবে বিচার কাজে যে ধীরগতি দেখা যাচ্ছে, তাতে মানুষের মধ্যে হতাশা জন্ম নিচ্ছে। তাই বিচারে গতি আনতে হবে এবং দ্রুত সংস্কার শেষ করে সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’

মুহাম্মাদ সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, মুফতি আবুল বাশার সিকদার, এস এম ওয়াহিদুল ইসলাম, কাজী আব্দুল বারেক, মুহাম্মাদ শহিদুল্লাহ জিয়া, মুহাম্মাদ আবু জাফর হাওলাদার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন রাজনীতি রাজনীতিবিদ সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর