Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রেকর্ডের আভাস
মার্চের ২২ দিনেই রেমিট্যান্স ৩০ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০১

রেমিট্যান্স। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ধারা আরও বেড়েছে। চলতি মার্চের ২২ দিনেই রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন (২৪৪ কোটি ডলার) ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) তা ২৯ হাজার ৭৬৮ কোটি টাকার বেশি। রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য ঘেঁটে দেখা গেছে, চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে গড়ে প্রতিদিন আসছে প্রায় ১১ কোটি ডলার (১ হাজার ৩৫৩ কোটি টাকা) করে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাসে প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে অনুমান করা যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, চলতি মার্চের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। মুসলনদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র ক‌রে বাড়‌ছে বিভিন্ন কেনাকাটা। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংকের বৃহস্প‌তিবার (২০ মার্চ) তথ্যানুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে ২২৫ কো‌টি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) ২৭ হাজার ৭০০ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এদিকে (২৩ মার্চ) রোববারের তথ্যে দেখা গেছে, মার্চের প্রথম ২২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ কোটি ডলার। বিশেষায়িত ২ ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে প্রায় ২০ কোটি ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

বিজ্ঞাপন

তথ্য থেকে আরও জানা গেছে, মার্চের প্রথম ২২ দিনে রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা সাতটি। এর মধ্যে রয়েছে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক। আর বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।

প্রসঙ্গত, চলতি ২০২৪-২৫ অর্থবছরের আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম আট মাসে এক হাজার ৪৯৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে। সে হিসেবে গত অর্থবছরের প্রথম আট মাসের চেয়ে চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৩৫৫ কোটি ডলার রেমিট্যান্স বেশি এসেছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

৩০ হাজার কোটি আভাস রেকর্ড রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর