বাড়বে দিনের তাপমাত্রা
২৪ মার্চ ২০২৫ ১০:৫৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১২:৪৯
ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রচণ্ড গরম অনুভূত হতে পারে।
এদিকে সোমবার (২৪ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবারও আবহাওয়ার পরিস্থিতি এমনই থাকতে পারে। এদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, ক্রমান্বয়ে দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।
এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যদিও এর কোনো প্রভাব দেশের ওপরে পড়বে না।
সারাবাংলা/জেআর/ইআ